পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন স্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের উত্তর পাশ থেকে আনুমানিক ৫৮ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী দীর্ঘদিন থেকে রেলওয়ে স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। রেলওয়ে স্টেশন এলাকার ১ নম্বর প্লাটফর্মের উত্তর পাশে সকাল ৯টার দিকে তাঁর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, সংবাদ পেয়ে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।