স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের সদর হাসপাতাল রোড, প্রেসক্লাব চত্বর, মঠের গুড়া, টি এ রোডের বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ বিষয়ক লিফলেট বিতরণ করে সংগঠনের সদস্যবৃন্দরা।
লিফলেট বিতরণে অংশগ্রহণ করে টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রসন্ন দাস, সংগঠনের দলনেতা সৈকত চক্রবর্তী, সংগঠনের সদস্য মো: শুভ, শুভ পাল, অমৃত ঋষি,শুভ দেবনাথ,নাইম আলম প্রমুখ।
এ বিষয়ে জনতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রসন্ন দাস জানান বর্তমানে প্রতিদিন ডেঙ্গু জ্বরে অনেকে আক্রান্ত হচ্ছে সচেতনতার অভাবে। তাই আমাদের এই ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ কর্মসূচি জনসচেতনতার জন্য।