সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে মহিলাদের অবহিতকরণ,উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণ ,আত্মকর্মসংস্থান সৃষ্টি, গুজব, অপপ্রচার, ডেঙ্গু প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সম্মেলন কক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এত প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন। জেলা তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাউছারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন্ উপজেলা শিক্ষা অফিসার খালিদ জামিল খান ,জেলা পলিসি ফোরামের সভাপতি মোঃ আরজু মিয়া,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা।সমাবেশেবক্তৃতা করেন সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান।
সমাবেশে সংগঠক, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ১০০ জন নারী উপস্থিত ছিলেন।