ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার রাত সারে ১২ টার দিকে ১ নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাফায়েত হোসেনের নেতৃত্বে এসআই আইয়ুব ও এএসআই পলাশ চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ পূর্ব পাইকপাড়া কুসুম দাস রোডের পাশ থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আসামীরা হলেন, দিপক সাহা (৫০), পিতা- অনিল সাহা, সাং- পূর্ব পাইকপাড়া ও ধীমান দেব (৫০), পিতা-হরেন্দ্র দেব, সাং- পূর্ব পাইকপাড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এ কাজ করছি। যেখানে মাদকের সংবাদ পাবো সেইখানেই আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি বলেন।