ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে গেছেন বৃহস্পতিবার। আগামী ৩ রা সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি। এই সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতির দায়িত্ব পালন করবেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন।
দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ১৯শে আগষ্ট দেয়া একপত্রে মোকতাদির চৌধুরী অবহিত করেন, স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুনসহ ওমরাহ পালনে ২৪শে আগষ্ট তিনি সৌদি আরব যাচ্ছেন। তার অবর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর ঘোষিত কমিটির ১ম সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন (গঠনতন্ত্রের ২৫. (১) (ক) অনুযায়ী) প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করবেন।
এদিকে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। হেলাল উদ্দিন এই সময়ে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।