ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা ইউনিয়নের ভাটিকালিসীমা এলাকায় অভিযান পরিচালনা করে অটোরিকসাসহ তাকে আটক করা হয়। আটক মোজাম্মেল হোসেন (৩৫) জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরা ইউনিয়নের ভাটিকালিসীমা এলাকায় জিলানী ব্রিক ফিল্ডের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অটোরিকসাসহ মোজাম্মেল হোসেনকে আটক করা হয়। পরে অটোরিকসা তল্লাসী করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।