স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি’র) দায়িত্বপূর্ণ চাউড়া কবি সানাউল হক কলেজের মাঠে সীমান্তবর্তী এলাকার ১০০ জন গরীব ও দুস্থ পরিবারের মাঝে শুকনা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’। ১৯৭৪ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশ রাইফেলস এর ৩য় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর দেয়া ভাষণের ভিডিওচিত্র প্রদর্শন, কোরআন খতম, বিশেষ মোনাজাত, জাতীয় পতাকা অর্ধনমীত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর গৌরবময় জীবনীর উপর আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে (২৫ বিজিবি’র) অধিনায়ক, লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ, পিএসসি।
আরও উপস্থিত ছিলেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিবিজিএম, কর্নেল কাজি শামীম হাছান, পিএসসি, স্হানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধিনায়ক (২৫ বিজিবি’র) অধিনায়ক, লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ বলেন, আমাদের বাঙ্গালী জাতি অন্যান্য জাতি হতে খুবই ভাগ্যবান যে আমরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর মত একজন নেতা পেয়েছিলাম। যার কারণে আজ আমরা একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্ববাসীর নিকট মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি।’
তিনি জানান, ‘একেবারে সীমানা ঘেঁষা মানুষদের অনেকেই বেশ গরীব। এ কারণেই আমরা শহর থেকে দূরের এলাকা বেছে নিয়েছি। আমাদের ঐ উদ্যোগ অব্যাহত থাকবে।’