১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আশা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সাইল উপজেলার অরুয়াইলে আশা স্বাস্থ্য সেবা কেন্দ্রে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
কর্মসূচীর আওতায় শতাধিক রোগীকে ডায়বেটিসও প্রেসার পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন আশা স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইনচার্জ ডাঃ শাহ কামাল ও তার সহকর্মীরা।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগেরে সভাপতি মোঃ আবু তালেব। আশার সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ সফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, মুক্তিযোদ্ধা সাহের উদ্দিন, আশার আর এম শাহজাহান খান,প্রধান শিক্ষক শেখ সাদী, জনতা ব্যাংক ম্যানেজার মোশারফ হোসেন , এক্সিম ব্যাংকের ম্যানেজার মেহেদী হাসান,,প্রধান শিক্ষক উত্তম ঘোষ,আশার ব্রাঞ্চ ম্যানেজার কমল রঞ্জন শীল, আশা সেবা কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহ কামাল প্রমখু।