- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জোয়ারের পানিতে ডুবে নাহিদ মিয়া (৪) নামের এক শিশু মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নাহিদ মিয়া উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের হাজির হাটির শহিনুর আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল জানান, আজ বিকেলে শিশু নাহিদসহ আরও ৪-৫ শিশু নাহিদের বাড়ির পূর্বপাশের জোয়ারের পানিতে গোসলে করতে যায়৷ অন্য শিশুরা বাড়িতে চলে আসলেও নাহিদ আসেনি। এর কিছুক্ষণ পরে নাহিদের মরদেহ জোয়ারের পানিতে ভেসে উঠে।
তিনি জানান, শিশুর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।