ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মাসুদ সঙ্গীয় ফোর্সসহ পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকা থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আসামী হলেন, ইমরান মিয়া (৩৪) পিতা-আব্দুল ছোবহান, গ্রাম- বামুটিয়া (মধ্যপাড়া),থানা- বিজয়নগর ও মোঃ আব্দুল হক (৩৪) পিতা-মৃত আব্দুল জাহের, সাং-চানপুর, থানা- বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।