ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিলাসবহুল প্রাইভেটকার ও মাইক্রোবাস ভর্তি করে পাচারকালে বিদেশি মদ-গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সকালে এসআই মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার ভাংগা উপজেলার দক্ষিণ চরচন্দ্রার খালেক সরদারের ছেলে সাইফুল সরদার (৩৭) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের মৃত আব্দুল জলিলের ছেলে জুয়েল মিয়া (৩৬)।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় একটি বিলাসবহুল প্রাইভেটকার দেখে সন্দেহ হয়। প্রাইভেটকারটি তল্লাশির সময় এর ভেতরে ২০টি বক্সে ১৬২ বোতল বিদেশি হুইস্কি ও মদ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর একটি মাইক্রো তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।