বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে বিশেষ আদালতে সাজার রায়কে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে দিকে শহরের নিউমার্কেট থেকে শুরু হয়ে সদর মডেল থানা বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
রায় ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম আহমেদ শাহীন ও সদস্য সচিব সমির চক্রবর্তী নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম আহমেদ শাহীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের চক্রান্তমূলক মামলার ফরমায়েশি রায়ের প্রতিবাদে আমরা জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছি। এই মামলা হলো একটা ভিত্তিহীন মামলা।
উক্ত বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এলভিন লস্কর, জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি মামুন মিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল আলম রিফাত, সাবেক সহ-দপ্তর সম্পাদক ইয়াছিন রাজ, প্রচার সম্পাদক শাহআলম খন্দকার, সাবেক ছাত্রদল নেতা বিশাল আহমেদ, হাকিম মিয়া, মোজাম্মেল, সহ প্রায় শতাধিক ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।