ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশ্বর রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার বিয়াল্লিশ্বর মল্লিকা সিএনজি পাম্পের রাস্তার পাশ থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। বৃদ্ধার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন জানান, আজ সন্ধ্যায় শহরের ভাদুঘর হুজুর বাড়ির রনি নামের এক যুবক তার বন্ধুদের নিয়ে মল্লিকা সিনএনজি পাম্পের সামনে দিয়ে হেটে যাচ্ছিল। ও-ই সময় এক বৃদ্ধাকে কান্না করতে দেখে তারা তার কাছে যায়। পরবর্তীতে তারা ৯৯৯ ফোনে থানায় জানানোর পর থানা থেকে আমাকেও ফোন দিয়ে পুলিশ জানান। পরে আমি ওই বৃদ্ধাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসতে বলি এবং তারা বৃদ্ধাকে নিয়ে আসলে রাত সাড়ে ৯টায় জেলা সদর হাসপাতালে ভর্তি করি। ওই বৃদ্ধাক রাতের খাবার ও প্রয়োজন ওষুধপত্র সবই দিয়েছি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মো. আসলাম হোসেন, কয়েকজন যুবক বৃদ্ধাকে থানায় নিয়ে আসছিল। পরে বাতিঘরের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিনের মাধ্যমে হাসপাতালে ভর্তি করা হয়। ওই বৃদ্ধার পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে।