ঢাকায় বিএনপির কর্মসূচীতে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে দুপুরে সরকারি কলেজের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক জহির, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেই। এসময় সমাবেশে বক্তারা বলেন দ্রুত সরকারকে এক দফা দাবী মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় আগামী দিনে আরো কঠোর কর্মসূচীর মাধ্যমে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।