ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই মোঃ হাসান মিয়া সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি করা অবস্থায় সরাইল থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোডে ১ জন মহিলাকে গাঁজাসহ আটক করে।
আসামী হলেন, মোসাঃ স্বপনা আক্তার (২৪), পিতা- মোঃ সামসু মিয়া,স্বামী-মোঃ জাকির হোসেন,গ্রাম-পশ্চিম পাইকপাড়া,মিয়া বাড়ি, থানা-বারহাটা,জেলা-নেত্রকোনা।
খাঁটিহাতা হাইওয়ে থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানাধীন ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ১ মহিলার শরীরে কসটেপ দিয়ে বাধা অবস্থায় ২ কেজি গাঁজা পাওয়া যায়। যার মূল্য ৬০০০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলো। আসামিদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হচ্ছে।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।