দূর্ণীতির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ক্রয় সহকারী মোজাম্মেল হক খন্দকারকে এক বছরের স্বশ্রম কারাদণ্ড দিয়ে আদালত। পাশাপাশি ছয় লক্ষ ৫৬ হাজার ৭২৪ টাকা জরিমানা করেছে আদালত। বুধবার (২৬ জুলাই) কুমিল্লা আদালতের স্পেশাল জজ শামসুন্নাহার এই রায় প্রধান করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক।
আদালত সূত্রে জানা যায়, আশুগঞ্জ সার কারখানার ( সাবেক জিয়া সার কারখানা) ক্রয় সহকারী মোজাম্মেল হক খন্দকার ৪টি গাড়ির জন্যে জ্বালানি খাতে এবং ওভার টাইমের মাধ্যমে ৬ লাখ ৫২ হাজার ৭২৪ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে। এই ঘটনায় ২০০৭ সালের ৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহিন আরা মমতাজ বাদি হয়ে আশুগঞ্জ থানায় মামলা করেন। ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তিনি মামলাটি দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে আজ বুধবার আশুগঞ্জ সার কারখানার ক্রয় সহকারী মোজাম্মেল হক খন্দকারের বিরুদ্ধে এই রায় আদালত প্রদান করেন।