ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল যোগে পাচারকালে ৩ হাজার ৭৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ জুলাই) ভোররাতে ঢাকা-আগরতলা সড়কের কোড্ডায় চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার শাহীন মিয়ার ছেলে নিবিড় মিয়া (২১) ও একই উপজেলার ভৈরব বাজারের টিন বাজারের বলাই দাসের ছেলে অন্তর দাস (১৯
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।