ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে নতুন ট্রেন সার্ভিস চালু, আন্তঃনগর বিজয় ও কালনী এক্সেপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি এবং বিদ্যমান ট্রেনসমূহের আসন সংখ্যা বৃদ্ধি করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা নাগরিক ফোরাম এ কর্মসূচি পালন করে। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, আবু হোরাইরা ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন না হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধের কর্মসূচির হুঁশিয়ারি দেন।