ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ আটক ৬ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আজ শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আশুগঞ্জ থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল পোনে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১৬শ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
এর আগে শনিবার ভোর রাতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে জাহিদুল হক (২৬) ও শরিফ মোল্লার ছেলে মোঃ রকিব মোল্লা (২০) কে ৩৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। এছাড়া গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর গ্রামের জগদীশ দাসের ছেলে সুশীল দাস (৫৫) কে ২৩ কেজি গাঁজা এবং জয়পুরহাট জেলার সদর উপজেলার তঘোরবীশা গ্রামের খাজা মহিউদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (৪৩) কে ২ কেজি গাঁজাসহ মোট ৬৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে নিয়োজিত ১টি মিনি ট্রাক জব্দ করা হয়।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহাম্মেদ জানান, আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আটক মাদক ব্যবসায়ীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।