ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস সদর উপজেলার বৃক্ষরোপণ কর্মসূচি ও ৬০৯ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ জুলাই) সকালে সদর উপজেলার ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সেলিম শেখের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, বাংলাদেশ স্কাউটসের জেলা কমিশণার মোঃ সাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ আরো অনেকে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া স্কাউট এর পক্ষ থেকে বিভিন্ন বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।