ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে। মঙ্গলবার (১১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়। মাহবুবুল বারী চৌধুরী মন্টু ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার চিকিৎসার জন্যে ব্যাংককে অবস্থান করায় মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে আগামী ২৪ জুলাই পর্যন্ত জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।