ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মনোয়ারা (৫০) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যপাড়া (আশাবাড়ি) এলাকার তোতা মিয়ার স্ত্রী।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকাগামী টোল প্লাজার সামনে থেকে বোরখা পরা অবস্থায় তাকে আটক করা হয়। পরে তার কোমরে ও পায়ে রাবার দিয়ে বিশেষ কায়দায় রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।