ব্রাহ্মণবাড়িয়ায় আত্মসাৎ মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ সাদ্দাম মিয়া (২৮) আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সারে এগারটার দিকে ১ নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ শিহাবুর রহমানের নেতৃত্বে এএসআই পলাশ চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ আসামীকে উওর পৈরতলা নিজ বাসস্থান থেকে আটক করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়,আসামীর বিরুদ্ধে আত্মসাৎ মামলার পেনাল কোডের ৪০২ ধারাই দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন মো. সাদ্দাম মিয়া (২৮) পিতা: মোহাম্মদ আলী মিয়া, সাং- উওর পৈরতলা,জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, আত্মসাৎ মামলার দুই বছরে সাজাপ্রাপ্ত তালিকাভূক্ত আসামী ছিলেন সাদ্দাম। আসামীকে উওর পৈরতলা থেকে আটক করা হয়।