ব্রাহ্মণবাড়িয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডাঃ একরামুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা ক্রীড়া অফিসার মাহমুদা খাতুন প্রমুখ। খেলায় জেলার ২৬টি কলেজ ও ৫টি মাদরাসা অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ বিজয়ী ও নবীনগর ব্যারিস্টার জাকির হোসেন কলেজ রানারস আপ হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি।