ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আমেনা রশিদ স্মৃতি সংঘের আয়োজনে ২৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকালে সরাইলের নাথপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাবেক সভাপতি ও শিক্ষক গড়ার কারিগর মো শফিকুল ইসলাম কানু মিয়া। এসময় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাফি উদ্দিন আহমেদ,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আকিক মিয়া,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন,,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলী,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুছা মিয়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়েদ মিয়া,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জাতীয় পরিচিত ব্যাক্তি ক্বারী নাজিবুল্লাহ,জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যাক্তি আব্দুল বারেক,অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল করিম লস্কর, অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ কুমার বনিকসহ নানা শ্রেণীপেশার মানুষ। এ সময় বক্তারা বলেন আমেনা রশিদ স্মৃতি সংঘের বছরের পর বছর ধরে যে কার্যকর পরিচালিত করে আসছে তাকে আমরা সাধুবাদ জানাই।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মানষিক বিকাশ সাধিত হয়।
উল্লেখ্য গত ২৩ বছর ধরে অত্যান্ত সুনামের সাথে আমেনা রশিদ স্মৃতি সংঘ তাদের কার্যক্রম পরিচালিত করে আসছে।