ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১০টি আশ্রয়ণ প্রকল্পে ৬৫০টি সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে তিন কেজি গরু ও হিন্দুদের জন্য মুরগীর মাংস বিতরণ করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আর্থিক সহযোগীতায় ঈদের আগের দিন প্রতিটি পরিবারের জন্য তিন কেজি করে গরুর ও হিন্দু পরিবারের জন্য মুরগীর মাংসসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আজ বুধবার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর আশ্রয়ণ প্রকল্পে স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম উপস্থিত থেকে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোনাব্বর হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সো. সাইফুল ইসলাম, যুবলীগের আহবায়ক রায়হান আলী ভূইয়া, প্রমুখ।
ঈদ উপলক্ষে মাংস পেয়ে খুব খুশি আশ্রয়নের বাসিন্দা মুকবুল হোসেন। তিনি বলেন, সারা জীবন ঈদের দিন অন্যের বাড়িত ভিক্ষা কইরা কোরবানির গোশত খাইছি। আজকা ঈদের আগেই গোশত পাইছি। কি যে ভালা লাগতাছে বুঝাইতাম পারতাম না।
৮০ বছরের বৃদ্ধা করম চান বিবি বলেন, সরকার ঘর দিছে, অহন আবার চাল,ডাল মাংসও দিছে। এত উপকার ভুলুম কেমনে! আল্লাহ শেখ হাসিনারে মেলা দিন বাচাই রাখুক।