ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছাগলবাহী ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। নিহত দুই জনের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। সে জেলার নাসিরনগর উপজেলার আলিয়ারা গ্রামের আলফু মিয়ার ছেলে সাজু মিয়া। এ ঘটনায় আহতরা হলেন হবিগঞ্জ জেলার জলভাঙ্গা গ্রামের খালেক মিয়া ও নাসির মিয়া নামে দুই জন আহত হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে হবিগঞ্জ জেলার মাধপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে বুধন্তী এলাকায় বিপরীত দিক থেকে ছাগলবাহী একটি ট্রাক চাপা দিলে অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার দুইজনজহ যাত্রী নিহত হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরো ২জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। সুরতাহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।