ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি’র) অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্য আটক করা হয়েছে। বিজিবি কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ সোমবারভোরে বিজিবি’র একটি চৌকস দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাথীন চান্দুরা বাইপাস নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ১৮৫০ পিস এবং ৩১০ পিস চকলেট আটক করে যার আনুমানিক মূল্য ৮৪,৪৬,৫০০/- (চুরাশি লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশত) টাকা। দীর্ঘদিন যাবত চোরাচালানকৃত মালামাল আটকের নিমিত্তে সরাইল ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।
আরও জানান,আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ বলেন, ভারতীয় মাদক ও চেরাচালানের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।