ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তুকি মূল্যে কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় টিসিবির পন্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্ভোদন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোশারফ হোসেন।
এ সময় তিনি বলেন সদর উপজেলার ১৬৬১৮ টি পরিবারের মাঝে টিসিবির পন্য বিতরন করা হবে। টিসিভির পণ্যে আছে ২ লিটার তেল ও ২ কেজি মসুর ডাল। প্যাকেজ মূল্য ৩৪০ টাকা।
টিসিবির পন্য বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান ও বিসমিল্লাহ ট্রেডার্সের স্বতাধিকারী আলী মিয়া সহ আরো অনেকে।