তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে নবীনগর পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঋষি পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মহিলা নেত্রী রনু ঋষির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য লুৎফুন্নাহার, ইউ’পি সংরক্ষিত মহিলা সদস্য ইসমত আরা জাহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নার্গিস বেগম।
উঠান বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।