সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ওসমান খাঁন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।১২ জুন দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে। নিহত ওসমান খাঁনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর গ্ৰামে।তার বাবার নাম মোঃ সৌদাগর মিয়া।মৃত্যু কালে মা,বাবা স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্বজনরা জানান, ১০ বছর পূর্বে জীবিকার তাগিদে ওসমান খাঁন সৌদি আরবে যায়।১২ জুন সোমবার দিবাগত রাতে সড়ক দূর্ঘটনায় নিহত হন তিনি।তার লাশ বর্তমানে সৌদি পুলিশের হেফাজতে রয়েছে।লাশ দেশে আনার জন্য কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
ওসমান খাঁনের আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।