ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পরিবারের সাথে ফোনে রাগারাগির অভিমানে মো. রাকিব মিয়া (২৩) নামের এক নলকূপ স্থাপন শ্রমিক আত্মহত্যা করেছেন।
শনিবার (১০ জুন) ভোররাতে উপজেলার ফরদাবাদ গ্রামের একটি বসতঘর থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাকিব বরগুনা জেলার সদর উপজেলার পূর্বদ্রবতি গ্রামের মুখলেস খানের ছেলে।
বাঞ্ছারামপুরে নলকূপ স্থাপনে শ্রমিক সিরাজ মিয়া জানান, উপজেলার ফরদাবাদ ইউনিয়নের রবিবাজারে নলকূপ স্থাপনের জন্য রাকিবসহ তারা ১৩ জন শ্রমিক বরগুনা থেকে বাঞ্ছারামপুর আসেন৷ গতকাল রাতে রবিবাজারের একটি দোকানের সামনে রাকিবের সাথে ফোনে তার মা-স্ত্রীর কথা-কাটাকাটি হয় পরে তাদের সাথে অভিমান করে ভোররাতে রাকিব ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। রাতেই পুলিশকে জানানো হয় পরে পুলিশ এসে রাকিবের লাশ উদ্ধার করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে-আলম জানান, আত্মহত্যার ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে কি কারনে আত্মহত্যা করেছে তার সঠিক কারন জানা যায়নি।