ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে অহিদ মিয়া (৬০) নামের এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের শ্মশান ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। অহিদ মিয়া একই এলাকার মৃত লোফা মিয়ার ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, অহিদ মিয়া বিভিন্ন পুকুরে মাছ চাষ করতেন। ওনি স্ট্রোকের রোগী ছিলেন। মঙ্গলবার রাতে বাড়িতে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাননি। সকালে স্থানীয়রা তার মরদেহ কৃষি জমির ভেতরে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তিনি আরও জানান, লাশ উদ্ধারের সময় আমরা তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখি নাই। তার মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।