ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক ব্যবসায়ীদের হামলায় আতিক মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছে। সোমবার (৫ জুন) সন্ধ্যায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সিঙ্গারবিল ইউনিয়নের নলঘরিয়া গ্রামের উত্তর পাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত রবিবার বিকেলে নলঘরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় র্যাব। এ সময় নলঘরিয়ার ওসমান খাঁ’র ছেলে মাদক ব্যবসায়ী রমজান খাঁকে নিষিদ্ধ নেশাজাতীয় স্কপ সিরাপসহ র্যাব গ্রেফতার করে। এর পেছনে আতিক জড়িত রয়েছে বলে মাদক ব্যবসায়ী রমজানের পরিবারের লোকজন সন্দেহ করেন। এরই জের ধরে ওইদিনই রমজানের ভাই রেশত খা, জামাল খা, মান্নান খা, হান্নান খা, ওমর খাসহ ১৫-২০ জন আতিক ও তার স্বজনদের উপর হামলা করে। এ সময় আতিক, নাজমা বেগম, আওলাদ, জুসনা বেগম ও আশরাফুল আহত হয়। পরে আহতদের আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় এবং গুরুতর অবস্থায় আতিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সোমবার সন্ধ্যা চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহমেদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।