ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার (৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের খাটিহাতা হাইওয়ে থানার এএসআই কাজী নিয়ামত আলি সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি করা অবস্থায় দুই মহিলা গাঁজা ব্যবসায়ীকে আটক করে।
গ্রেপ্তারকৃত হলেন, মোসাঃ নুর জাহান বেগম (৩২) স্বামী-লিটন মিয়া ,গ্রাম-দেওগাঁও,থানা-জেলা-নওগাঁ ও মোসাঃ রিয়া মনি ওরফে সোনিয়া (২০) পিতা-মোঃ আঃওহাব ওরফে সাদেক,গ্রাম-আলিনগর শিবুলি ৩ নং ওয়ার্ড মাদ্রাসা বাজার,থানা ও জেলা- ভোলা তাদের দুই জনের শরীরে কসটেপ দ্বারা বাধা অবস্থায় দুই কেজি করে চার কেজি গাঁজা উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানাধীন ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের শরীরে কসটেপ দিয়ে বাধা অবস্থায় ২ কেজি করে ৪ কেজি গাঁজা পাওয়া যায়। যার মূল্য ১২০০০০ টাকা। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন। আসামিদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।