ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পলাতক চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলু মোল্লার বাড়ির মালামাল ক্রোক করেছে আখাউড়া থানা পুলিশ।শনিবার (০৩ জুন) দুপুরের দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।এর আগে সকালের দিকে ওই মাদক ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক করা হয়।পলাতক মাদক ব্যবসায়ী দেলু মোল্লা আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
আখাউড়া থানা থেকে পাঠানো বিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের নির্দেশে মাদক মামলার পলাতক আসামি দেলু মোল্লার বাড়ি থেকে ফ্রিজ, কাঠের আলমারী, খাট, টেবিল গ্যাস সহ সোফা সেট জব্দ করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম জানান, বিচারাধীন মামলায় পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে উপস্থিত না হওয়ায় অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। ওই নির্দেশের আলোকে পুলিশ ক্রোকের পরোয়ানা তামিল করেন। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানিয়েছেন।