ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের লাউরফতেহপুর ইউনিয়নের আহম্মদপুর আব্দুল হক সরকার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।পহেলা জুন বৃহস্পতিবার অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার বশির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের সাবেক সংসদ সদস্য ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফয়জুর রহমান বাদল,এছাড়া অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরউদ্দিন চৌধুরী সাহান,মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক,উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী জহির উদ্দিন ছিদ্দিক টিটু,অত্র ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
২০১৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সালের মাধ্যমিক বিদ্যালয় সার্টিফিকেট পরিক্ষায় অংশ নেয়া ব্যাচের মধ্যে কুমিল্লা বোর্ডের মেধা তালিকায় বৃত্তি পাওয়া শিপা ইসলাম সহ ৭ জন জিপিএ ৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়।এছাড়া বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১ থেকে ৩ পর্যন্ত তিনজন করে মেধাবী শিক্ষার্থী সহ ২০২৩ সালে অত্র বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।পরিশেষে দেশ বরণ্য শিল্পীদের গানের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।