ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালিত হয়েছে। দিনটি পালনে আজ রবিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ,এস,এম শফিকুল্লাহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু সর্বদাই নিপীড়িত ও নির্যাতিত মানুষের পক্ষে ছিলেন। তিনি আমৃত্যু সময় শান্তির জন্য লড়াই করেছেন। গণঅভ্যুতান থেকে স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধু ছিলেন অবিসংবাদিত নেতা। দেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে পান জুলিও কুরি। স্বাধীন বাংলাদেশে কোন রাষ্ট্র নেতার এটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ। পরে জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া ২১ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।