জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিওকুরি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৩ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪ টায় শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র জননেতা মো.হেলাল উদ্দিন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজি হেলাল উদ্দিন,যুগ্ম-সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু,সাবেক সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম (পিপি),সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএএইচ মাহবুব আলম,পৌর আওয়ামী লীগ সহসভাপতি জামাল খান,যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোহেল,জেলা যুবলীগ সভাপতি এড.শাহানুর ইসলাম,সাধারণ সম্পাদক এড.সিরাজুল ইসলাম ফেরদৌস,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন,সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আশরাফ খান আশা,জেলা কৃষকলীগ যুগ্ম-আহবায়ক সেলিম ভুইয়া,জেলা পরিবহন শ্রমিকলীগ সভাপতি বারীন্দ্র নাথ ঘোষ,জেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল,মৎস্যজীবি লীগ সাধারণ সম্পাদক শাহ পরান,জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন। এছাড়া এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপসি’ত ছিলেন।
সভাপতির বক্তব্যে জননেতা হেলাল উদ্দিন বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদক প্রাপ্তির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক সম্মান বয়ে আনেন। বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক বাঙালি হিসাবে আমাদের বিরাট গৌরবের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাপ্তির মাধ্যমে যেমন বাঙালিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন তেমনি বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক এবং জাতিসংঘে বাংলায় ভাষণ প্রদান বাংলাদেশকে উচ্চাসনে পৌঁছে দিয়েছে।