ব্রাহ্মণবাড়িয়া রেস্তোরাঁ মালিক সমিতির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ,জেলা জাকের পার্টির সাবেক সভাপতি, কাজীপাড়াস্থ ঢাকা হোটেলের মালিক মোঃ মিজানুর রহমান মিজান গত শনিবার দিবাগত রাতে ভৈরব টোল প্লাজায় মর্মান্তিক সড়ক দূঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ৩ পুত্র ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এতে ব্রাহ্মণবাড়িয়া রেস্তরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন, পৌর কাউন্সিলর কাউসার মিয়া, সাবেক কাউন্সিলর শরীফ ভান্ডারী, জাকের পার্টির নেতা মিলন মিয়া শোক জ্ঞাপন করে বক্তব্য রাখেন। নামাজে ইমামতি করেন সৈয়দ বাড়ি মসজিদ ইমাম মাওলানা নজরুল ইসলাম, দোয়া পড়েন মাওলানা আল আমীন। জানাজা শেষে উত্তর মৌড়াইল কবরস্থানে তাকে দাফন করা হয়।