ব্রাহ্মণবাড়িয়া জেলায় সামগ্রিক কর্ম মূল্যায়ন এপ্রিল মাসের- ২০২৩ এর শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ রাজু আহম্মেদ। ব্রাক্ষণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার (৮ মে) অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়। মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন তার হাতে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হক রেজা,অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস কামরুল ইসলাম সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার ৯টি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহম্মেদ শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে। পাশাপাশি বিজয়নগরবাসি আরও ভালো সেবা পাবে বলে মনে করেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহম্মেদ বলেন, এ সম্মাননা শুধু আমার একার নয় আমার থানার সকল অফিসারদের কঠোর পরিশ্রমেই কারণেই আমি ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ট ওসি হিসাবে নির্বাচিত হয়েছি। মাননীয় পুলিশ মহোদয় আমাকে শ্রেষ্ট ওসির সম্মানিত পুরস্কার দেওয়ায় আমার কাজের গতি ও আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।