তার ছোট ছেলে আশিক আলী রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আব্বা ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গতকাল রাতে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। সকালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
হামিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের কাছাইট গ্রামে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন। প্রবীন আইনজীবী হামিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের পিপি ছিলেন। তিনি জেলা আইনজীবী সমিতির দুইবারের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। জেলা শহরের মধ্যপাড়া জুবিলী রোডে পরিবার নিয়ে বসবাস করা হামিদুর রহমান ব্যক্তি জীবনে দুই ছেলে ও দুই মেয়ের জনক।
শনিবার রাত বাদ মাগরিব জেলা শহরের ট্যাংকের পাড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তার মরদেহ দাফনের কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা।