মমিনুল হক রুবেল,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া (৫) আসন নবীনগর নির্বাচনী এলাকার সাবেক এমপি, নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ চারগ্রাম আর্দশ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মরহুম এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকনের প্রথম মৃত্যু বাষির্কী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে আলীয়াবাদ চারগ্রাম আর্দশ উচ্চ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজী খাইরুল আমিনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল, স্বাগত বক্তব্য রাখেন চারগ্রাম আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, নবীনগর পৌর মেয়র এড. শিব শংকর দাস, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, আলমগীর হোসেন শিপন, ভিপি আব্দুর রহমান, জিকরুল আহমেদের মেয়ে মাহিন আহমেদ ইশা,প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সস্পাদক একেএম আসাদুজ্জামান কল্লোল, ব্যারিষ্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, প্রভাষক হুমায়ন কবির, উপজেলা জাসদের সভাপতি শফিকুল ইসলাম, হাবীবুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পরিবারবর্গ এবং এলাকাবাসী,বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে মরহুমের জীবনী সম্পর্কে আলোকপাত করেন। সেই সাথে তার রুহের মাগফেরাত কামনা দোয়া মোনাজাত করা হয়। অপর দিকে শনিবার বিকেলে নবীনগর পৌর এলাকার আলমনগরে মরহুম এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকনের নিজ গ্রামে, গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফয়জুর রহমান বাদল।