স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুরে ডুবে আরাফাত খা (৯) ও মো. সামির (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাটের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার হয়।
মারা যাওয়া দুই শিশু- উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাট গ্রামের এনাম খার ছেলে আরাফাত ও উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে সামির। সামির তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চম্পকনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. রেজুয়ান আহম্মেদ বলেন, গতকাল রোববার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। অনেক খুঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান মেলেনি। আজ (সোমবার) সকালে থানায় জিডি করে ফেরার পর শুনতে পেয়েছি পুকুরে একটি লাশ ভেসে উঠছে। পরে ওই পুকুরে অপর শিশুর লাশেরও খোঁজ মেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।