মোঃ শাহাব উদ্দিন রিফাত,আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর মাসে অথবা আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আগামী ২ মে থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবেন ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক এমপি।
আজ সোমবার (১ মে) আখাউড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল।
এসময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর অবিপ্রায় অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া নির্বাচনী এলাকা থেকে আবারো ও সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন আইনমন্ত্রী আনিসুল হক এম.পি।এ উপলক্ষে আইনমন্ত্রীর পরামর্শে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।
লিখিত বক্তব্যে তাকজিল খলিফা কাজল বলেন আনিসুল হক ২০১৪ সাল থেকে পরপর দুই মেয়াদে এমপি নির্বাচিত হয়ে এবং বাংলাদেশ সরকারের মন্ত্রীর দায়িত্ব পেয়ে উনার নির্বাচনী এলাকা কসবা আখাউড়ায় ব্যাপক উন্নয়ন করেছেন। দেশ স্বাধীনতার পর ৪ দশকে যে উন্নয়ন কাজ হয়েছে ২০১৪ সাল থেকে তিনি দুই মেয়াদে এর চেয়ে বেশি উন্নয়ন করেছেন ।
আখাউড়া শতভাগ বিদ্যুৎ,ঘরে ঘরে শিক্ষা,গ্রামে গ্রামে পাকা রাস্তাঘাট,হাজার হাজার বেকারদের চাকরি দিয়ে তিনি ইতিমধ্যে জনগণের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। বিগত ১০ বছরে তিনি এলজিইডির মাধ্যমে ২২৮ কোটি পিআইও দপ্তরের মাধ্যমে ৮৭ কোটি পৌরসভার মাধ্যমে ৩০ কোটি এবং পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে ১০০ কোটি টাকার প্রকল্পের ব্যবস্থা করেন। আখাউড়াউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩২ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয়েছে। সম্প্রতি সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন মেরামতের জন্য এক কোটি ৭৭ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
এছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা আইনমন্ত্রীর রয়েছে বলেও জানান উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কজল।
কসবা আখাউড়াবাসীর সার্বিক উন্নয়ন,মাননীয় প্রধানমন্ত্রীর দর্শন,স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের সকল ইউনিট সম্মিলিতভাবে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে মাননীয় আইনমন্ত্রী জনাব আনিসুল হককে নৌকা প্রতীকে পুনরায় এমপি নির্বাচিত করে এলাকার ভাগ্য উন্নয়নে অংশীদার হতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
সাংবাদিক সম্মেলনে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক মনির হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আতাউর রহমান নাজিম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।