মমিনুল হক রুবেল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর দক্ষিণ পাড়া গ্রামের মানসিক ভারসাম্যহীন রহমত উল্লাহ ওরফে আনোয়ার এর সন্ধান মিলছে না ৪ দিন ধরে। তাঁকে খুঁজতে খুঁজতে তার সন্ধান না পেয়ে পাগলপ্রায় তার পরিবারের লোকজন।
খোঁজ নিয়ে জানা যায়,আশুগঞ্জ উপজেলার ৭নং তালশহর পূর্ব ইউনিয়ন তালশহর দক্ষিণ পাড়া গ্রামের কাজী আব্দুর রহিম মাষ্টার এর মানসিক ভারসাম্যহীন ছেলে রহমত উল্লাহ গত ২৬ এপ্রিল বুধবার সকালে নিখোঁজ হয়েছে।নিখোঁজ হওয়া রহমত উল্লার বয়স ২৫।তাদের আত্মীয় স্বজন বাসা সহ বিভিন্ন গ্রামে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাইনি।
তার ভাই মোঃ মনির বলেন,আমার ভাই মানসিক ভারসাম্যহীন।কারও কাছে নিজের পরিচয় দিতে পারে না।গত ২৬ এপ্রিল বুধবার সকালে ঘর থেকে বের হলে আর বাড়িতে ফিরে আসেনি।আজ চাঁর দিন ধরে আমার ভাই কে খুঁজতে খুঁজতে তার সন্ধান না পেয়ে আমার বাবা মা সহ পরিবারের সকলে মানসিক ভাবে ভেঙ্গে পরেছি।এ বিষয়ে সদর উপজেলায় একটি সাধারণ ডায়রি করেছি। তিনি তার ভাই কে ফিরে পেতে সমাজের সচেতন নাগরিকদের কাছে সহযোগিতা কামনা করেছেন।
ছেলের সন্ধান দাতাদের 01683-107392,01715-870720 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।