নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অবৈধ পুকুর অপসারণ।শনিবার ২৯ এপ্রিল শহরের শ্মশানঘাট অংশে তিতাস নদীর ভিতরে অবৈধভাবে নদী গর্ভেস্থ দখল করে মাটি ফেলে ভরাট করা পুকুরটি উচ্ছেদ অভিযানে অপসারণ করা হয়েছে।
গত ৪ এপ্রিল জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. মঞ্জুর আহমেদ চৌধুরী পরিদর্শনের সময় বিষয়টি নজরে আসলে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমকে নির্দেশ করেন তা উচ্ছেদ করার জন্য। তারই প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন।
এ সময় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী’র আহবায়ক শামীম আহমেদ, খালেদা মুন্নী, আবদুল হেকীম ও সোহেল আহাদ উপস্থিত ছিলেন।