স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় ধান কেটে কৃষকের ঘরে তুলে দিতে পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২৬ এপ্রিল) বেলা ১০টায় সদর উপজেলার নাটাই উত্তর পাড়ার কৃষদের ধান কাটতে সহায়তা করেন ইমদাদুল ইসলাম ইমনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমদাদুল ইসলাম ইমনের নেতৃত্বে নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেন। নেতাকর্মীরা বলেন, ঘরে বসে কৃষকদের কষ্ট অনুভব করা যায় না। মাঠে ধান কাটতে গিয়ে সেটি অনুভব করছি। কষ্ট হলেও আমরা তাদের পাশে থাকবো।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কৃষকদের পাশে দাঁড়াচ্ছি। আমরা সব সময় মানুষের পাশে রয়েছি। এখন ধান কাটার মৌসুম। শ্রমিক সংকটও রয়েছে। যদি কোনো কৃষক ধান কাটতে না পারেন তবে আমাদের জানালে অবশ্যই কৃষকদের পাশে দাঁড়িয়ে সহায়তা করা হবে।
তিনি আরও বলেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি ইমদাদুল ইসলাম ইমনের নেতৃত্বে ১৫-২০ ছাত্রলীগকর্মী কৃষক শাহ-আলম মিয়ার জমির ধান কেটে বাড়িতে তুলে দিয়েছে৷
কৃষক শাহ-আলম মিয়া জানান, শ্রমিক সংকট ও সামর্থ না থাকায় পাকা ধান নিয়ে বিপদে ছিলাম কি করবো কিছুই ভেবে পাচ্ছি না, ঠি এই সময়ে ছাত্রলীগ নেতারা আমার জমির ধান কেটে বাড়িতে তুলে মাড়াই করে দেয়। আমি কৃতজ্ঞ ছাত্রলীগের প্রতি এবং সবার দীর্ঘায়ু কামনা করি।
ধান কাটায় অংশ নেন জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত কৃষকরা ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।