মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়ন টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দুটি ভবন এবং দৌলতপুর কাশেমুল উলুম আলিম মাদ্রাসার নবনির্মিত একটি ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সকালে ভবন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনের সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল।
ভবন উদ্বোধন শেষে দুপুরে টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পি ডব্লিউ ডির সাবেক প্রদান প্রকৌশলী মোঃ কবির আহমদ ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার (ভালুকা ময়মনসিং), নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, কাজী ইয়াবের হাসান জামিল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু,উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের গভর্নিং বডির সভাপতি আরিফুল ইসলাম ভূইয়া টিপু,সাবেক কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, লাউর ফতেপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,শিবপুর ইউপি চেয়ারম্যান এম আর মুজিব, নাটঘর ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান কাইতলা উত্তর ইউপি চেয়ারম্যান আল ইমরান,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম।অনুষ্ঠানটি পরিচালনা করেন দৌলতপুর কাশিমুল উলুম আলিম মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে আপনাদের কোন কিছু চাইতে হবে না আপনারা শুধু আপনাদের কাজটা ঠিক মতো করে যান রাস্তাঘাট খেলার মাঠ সবকিছুই আপনাদের হচ্ছে এবং ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। কারণ বঙ্গবন্ধুর কন্যাকে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে যদি দীর্ঘদিন বেঁচে থাকেন এবং ক্ষমতায় থাকেন তাহলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে রূপান্তর হবে। তাই আপনারা যারা রয়েছেন প্রত্যেকেই বর্তমান সরকারের যত উন্নয়ন সকল ভাল কাজের প্রশংসা মানুষের কাছে তুলে ধরতে হবে এবং ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মানুষকে উন্নয়নের কর্মকাণ্ডগুলো তুলে ধরে বিরোধীপক্ষের অপপ্রচারের মোক্ষম জবাব দিতে হবে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীনতা এনে বাংলাদেশের জন্ম দিয়েছেন। দিয়েছেন লাল সবুজের পতাকা আর জন্মদাতার হাতেই দেশ ছিল নিরাপদ। এখন আমাদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু বেঁচে নেই কিন্তু আমাদের মাঝে রয়েছেন বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আমাদের ভিশনারি লিডার, সুদক্ষ, বিচক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যার হাতে বাংলাদেশ নিরাপদ তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় রাখতে হবে,বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য।