ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিনের ছুটিতে যাচ্ছে। ফলে এই বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দর দিয়ে যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দরের ব্যবসায়িরা জানায়, ঈদুল ফিতর উপলক্ষে আগামী শুক্রবার (২১ এপ্রিল) থেকে মঙ্গলবার (২৫ এপ্রিল) পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগমাী বুধবার (২৬ এপ্রিল) পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। উভয় দেশের ব্যবসায়ি নেতাদের সিদ্ধান্তে এ ছুটি ঘোষণা করা হয়।
আখাউড়া চেকপোষ্টের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন দাস জানান, ঈদুল ফিতর উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।